ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আ*ত্মহ*ত্যা করার চেষ্টা মহিলার, হাসপাতালে নিয়ে গেলে মৃ*ত্যু বলে ঘোষনা চিকিৎসকদের। শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়। মৃত মহিলার নাম গিরিবালা মালোদাস(৫০)। মৃ*ত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই ছোটখাটো বিষয় অশান্তি লাগতো। মাঝেমধ্যেই আ*ত্মহ*ত্যা করতে চাইতো।তবে এদিন তেমন কিছু হয়নি , মৃ*ত মহিলার স্বামী জমিতে কাজ করছিল পাশাপাশি বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। আর সে সময় ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আ*ত্মহ*ত্যা করে ওই মহিলা।

তার স্বামী বাড়িতে এসে দরজা খোলার চেষ্টা করে, এরপর অন্য দিক দিয়ে কোনক্রমে ঘরে ঢুকে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তার চিৎকারে বাড়ির সকলে ছুটে আসে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ধূপগুড়ি থানার পুলিশ পৌছে মৃ*তদেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতের নিয়েছে। তবে কেন এই ঘটনা ঘটলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।