গভীর রাতে ত্রিপুরা সিপাহীজলা জেলা রহিমপুর পূর্বপাড়া ৬নং ওয়ার্ডে একটি গাড়িতে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দুষ্কৃতীদের আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় একটি গাড়ি। ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক নজরুল ইসলাম, পিতা কবির হোসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে বিশালগড় লালসিমুড়া এলাকা থেকে আশাবাড়ির যুবক রহুল হোসেন গাড়িটি ক্রয় করেছিল। মাত্র দুই দিন আগে নজরুল ইসলাম নামে অপর এক যুবক ৫ লক্ষ টাকা নগদ এবং বাকি ২ লক্ষ টাকা ইন্স্যুরেন্সের মাধ্যমে গাড়িটি ক্রয় করে নেন। কিন্তু সেই নতুন কেনা গাড়িটি রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গেল।

রাত আনুমানিক ২ টার সময় অজ্ঞাত দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। ধাওধাও করে জ্বলে ওঠে গাড়িটি। ঘটনাটি প্রথম দেখতে পান এলাকার যুবক সাইফুল হোসেন। সে সঙ্গে সঙ্গে গাড়ির মালিক নজরুল ইসলামকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক নজরুল ইসলাম জানান, তার কারোর প্রতি কোনও সন্দেহ নেই। তবে এই ঘটনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে এবং কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বর্তমানে গোটা গ্রামের মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।