জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কলেজপাড়া এলাকায় শনিবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ল বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের গাড়ি। স্থানীয় সূত্রে জানা যায় জাতীয় সড়কের ধারে এক গালামালের দোকানে গাড়িটি সজোরে ধাক্কা মারে। তবে সেই সময় গাড়িতে সাংসদ নিজে উপস্থিত ছিলেন না। গাড়িতে ছিলেন সাংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দেওয়া এক মহিলা এবং এক যুবক। তাদের দাবি তাঁরা দিল্লি থেকে সড়কপথে কোচবিহার ফিরছিলেন। পথে চালক ঘুমে ঢলে পড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

এতে আহত হন মহিলা যাত্রী, যিনি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নমিতা বর্মন। প্রত্যক্ষদর্শীরা জানান ভোরের ঘুম ভাঙে হঠাৎ বিকট শব্দে। দেখা যায় গাড়িটি দোকানে ঢুকে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে ভিড় জমতেই ওই মহিলা এক অজ্ঞাতপরিচয় যুবকের বাইকে চেপে এলাকা ছেড়ে চলে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িতে একাধিক বড় ব্যাগও ছিল। সমগ্র ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।