দুর্গাপুজোর আগে রাজ্যের পূজা উদ্যোক্তাদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতি পূজা কমিটিকে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান। শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠক শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, প্রশাসনের অন্যান্য আধিকারিক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা এবং শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার শতাধিক পূজা কমিটির প্রতিনিধি।

বৈঠকের শুরু থেকেই উদ্যোক্তাদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল—সবাই জানতে চাইছিলেন, এবার অনুদান কি এক লক্ষ ছাড়াবে ? কারণ গত বছর অনুদান ছিল ৭০ হাজার টাকা, বহু অনুরোধ সত্ত্বেও তা এক লক্ষ হয়নি।
অবশেষে মুখ্যমন্ত্রী যখন এক লক্ষ দশ হাজার টাকার অনুদানের ঘোষণা করেন, তখন দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনেকে আবেগ ধরে রাখতে পারেননি। মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুধু অনুদান নয়, বিদ্যুৎ বিল, অগ্নিনির্বাপণ বিল সহ অন্যান্য সকল ধরনের ফি-ও মকুব করা হয়েছে।
পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক উদ্যোক্তাই বলেন, “আমরা যা ভাবতেও পারিনি, দিদি সেটা করে দেখালেন। এতে সবস্তরের পুজো কমিটিই উপকৃত হবে, বিশেষত ছোট ও মহিলা পরিচালিত পূজোগুলি।”
শিলিগুড়ির মেয়র গৌতম দেবও মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জানান, “দিদি সকলের কথা ভাবেন। এই অনুদান শুধুমাত্র উৎসব নয়, সামগ্রিক সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করে।”