দু মুঠো অন্ন থিম প্যান্ডেলে অন্নপূর্ণা রূপে মা দুর্গার আগমন ঘটবে রাধানগর চৌপতি দুর্গা পূজায়। মঙ্গলবার সকালে খুঁটি পূজার মধ্য দিয়ে দু’মুঠো অন্য থিম প্যান্ডেলের কাজ শুরু করলো কুমারগ্রাম ব্লকের রাধানগর চৌপতি দুর্গাপূজা কমিটি। এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণ , ঢাকে কাঠি, উলুধ্বনি এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয় রাধানগর বাজার এলাকা। উপস্থিত ছিলেন ভল্কা বারবিশা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়। বিগত বছরগুলিতে ভূস্বর্গে অমরনাথ, মন মোহিনী ডুয়ার্স , ত্রিভুবন, বরফের দেশ থিম প্যান্ডেল করে সারা জাগিয়েছিল রাধানগরের এই দুর্গাপূজা কমিটি। এ বছরে পাঁচ লক্ষের বাজেটে থিম প্যান্ডেল দু মুঠো অন্ন। মূলত খাবার অপচয় না করার বার্তা দিতেই তাদের এই থিম প্যান্ডেলের আয়োজন বলে জানা গিয়েছে।

এ বছরে পাঁচ লক্ষের বাজেটে থিম প্যান্ডেল দু মুঠো অন্ন। মূলত খাবার অপচয় না করার বার্তা দিতেই তাদের এই থিম প্যান্ডেলের আয়োজন বলে জানা গিয়েছে।