শিলিগুড়ি, ডেয়ারি ফার্ম থেকে চুরির ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সত্যম রায়, ধনজয় রায় এবং জ্যোতিষ রায়।
জানা গিয়েছে, মাটিগাড়া থানার একটি ডেয়ারি ফার্ম থেকে চুরি যায় কপারের তার, দুধের ক্যান ও বেশ কিছু জিনিস। এরপরেই বুধবার ওই ফার্মের থেকে মাটিগাড়া থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত নামে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইঙ্গের পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় সত্যম রায় কে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিন রাতেই এই ঘটনার সাথে জড়িত আরও দুজন ধনজয় ও জ্যোতিষ রায়কে গ্রেফতার করা হয়।
তাদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া নানান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করে বাকি চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।