পর পর দুদিনে দুটি লেপার্ড খাঁচা বন্দি হল আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে। আজ সকালে বাগানের পূর্ব দিকে পাতা খাঁচায় আটক হল একটি পূর্ন বয়স্ক পুরুষ লেপার্ড।

বেশ কয়েকদিন ধরে বাগানটিতে লেপার্ডের আতঙ্ক ছড়িয়ে ছিল। এর পর বাগানের চার দিকে চারটি খাঁচা পাতে বনদপ্তর। পর পর দুদিনে দুটি লেপার্ড খাঁচা বন্দি হল বাগানে।