কর্তব্যরত অবস্থায় দুই নার্স নিজেদের মধ্যেই তুমুল ঝগড়ায় জড়ালেন। এই ঘটনা দেখে রোগী সহ রোগীর পরিবারের লোকজনরা হতবাক হয়ে পড়েন। ঘটনাটি ঘটছে ত্রিপুরা গোমতী জেলা হাসপাতালে। দুই নার্সের মধ্যে চুল টানাটানি, অশালীন ভাষা থামাতে এগিয়ে আসতে হল

রোগীর পরিবারের লোকজনকে।দীর্ঘদিন ধরে একই হাসপাতালে চাকরি করা দুই নার্স লিপিকা দাস ও মীরা সরকার রোগীদের দেখভাল বাদদিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ । নীরবতার বদলে অশ্রাব্য ভাষা আর হইহট্টগোল শোনা গেল হাসপাতাল চত্বরে।