ত্রিপুরায় বন্ধ নেই যান সন্ত্রাস। আবারো রাতে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলা বাজার এলাকায় তেলিয়ামুড়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা এবং অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী ছোট মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি পার্শ্ববর্তী জলাশয়ের মধ্যে উল্টে পড়ে। ঘটনা স্থানীয়রা প্রত্যক্ষ করে তড়িঘড়ি খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের।

ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে, যার নাম শ্যামল দাস বলে জানা গেছে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলছে আহত ব্যাক্তির। অন্যদিকে দুটি গাড়িতে অন্যান্য কোন লোকজন রয়েছে কিনা তার তল্লাশি চালানো হচ্ছে। এই যান দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।