দাসপুর, পশ্চিম মেদিনীপুর: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ত জনসংযোগ করতে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই রাজ্যের দুই বিরোধী সিপিএম এবং বিজেপিকে অশুভ গোপন আঁতাতের অভিযোগ করে আসছিল। আর সেই অভিযোগ কার্যত বাস্তবে দেখা গেল ক্রিকেট খেলার মাঠে।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন, তন্ময় ভট্টাচার্য উইকেট কিপিং করছেন। আবার কখনো তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ উইকেট কিপিং করতে দেখা যায়। তবে দুই দলের দুই নেতাকে একই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।এই বিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, “এটা স্বাভাবিক ঘটনা, দুজনের সাথে ভালো সম্পর্ক রয়েছে, আয়োজকরা সবাইকেই আমন্ত্রণ জানিয়েছেন।