শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানে ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। শহরের আইন-শৃঙ্খলা রক্ষাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক ডাকাতি, লুঠ ও ছিনতাই চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। সোমবার রাতে সোনার দোকানের মালিকের কাছ থেকে প্রায় ১৫ কেজি রুপো ও দেড়শো গ্রাম সোনা নিয়ে পালায় এক দুষ্কৃতী দল। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটি মোটর বাইকে দুই দুষ্কৃতি এসেছিল।

তারাই সোনার দোকানের মালিকের কাছ থেকে দুটি ব্যাগে থাকা সমস্ত স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।দোকান বন্ধ করে নিরাপত্তার কারণে সমস্ত স্বর্ণালংকার এবং রুপার অলংকার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ী কুশ বর্মন বলেন দোকানে রাখলে চুরি হতে পারে সেই কারণেই সমস্ত অলংকার বাড়িতে নিয়ে যাই প্রতিদিন। প্রতিদিনের মতো এদিন সমস্ত স্বর্ণালংকার বাড়ি নিয়ে যাওয়ার সময় ছিনতাই এর ঘটনা ঘটে। এই ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। গত প্রায় ৪০ দিনে উত্তরবঙ্গ ও শিলিগুড়ি জুড়ে ঘটে গেছে একের পর এক চাঞ্চল্যকর অপরাধ।