এবার ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারের সময় অসম পুলিশের হাতে আটক প্রায় ৯ লক্ষ টাকার শুকনো গাঁজা।সাথে গ্রেফতার করা হয় ত্রিপুরার এক কুখ্যাত মহিলা গাঁজা পাচারকারীকে। পলাতক অপর এক কুখ্যাত গাঁজা পাচারকারী। অসমের শ্রীভূমি জেলার অসম-ত্রিপুরা সীমান্তের কাঠালতলী মোটর স্ট্যাণ্ডে একটি যাত্রীবাহি গাড়িতে তিনটি ব্যাগ নিয়ে সন্দেহভাজন দুই যাত্রী ওঠলে চালকের সন্দেহ হয়। পরে চালক বুদ্ধিমত্তার সহিত স্হানীয়দের সহযোগিতায় খবর দেয় কাঠালতলী পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঠালতলী ফাঁড়ি থানার পুলিশ।

এদিকে, পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে গাড়িতে থাকা এক কুখ্যাত গাঁজা পাচারকারী পালিয়ে গেলেও অপর এক কুখ্যাত মহিলা গাঁজা পাচারকারীকে আটক করে পুলিশ। পরবর্তী সময় পুলিশ কুখ্যাত মহিলা গাঁজা পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেটে মোট ২৮ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় । ধৃত মহিলার নাম মাধুরি দাস, বাড়ি – আগরতলা শ্যামলী বাজার এলাকায়। অসম পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা। অসম পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজাগুলি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ঝেরঝেরী পুলিশের নাকা পয়েন্টে দিয়ে ত্রিপুরা সীমান্ত টপকে অসমে প্রবেশ করেছিল। অসম পুলিশ ধৃত কুখ্যাত মহিলা গাঁজা পাচারকারীর বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে পলাতক অপর এক কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করেছে।