শুক্রবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে যাওয়ার মুখে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন (TISF) এর আগরতলা সার্কিট হাউজ এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন প্রত্যক্ষ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানালেন, ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান লিপির দাবি ন্যায্য দাবি।

ত্রিপুরার বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই তাদের এই দাবি উপেক্ষিত। ত্রিপুরার বর্তমান বিজেপি জোট সরকার এবং পূর্বতন সিপিআইএম সরকারের আমলেও তাদের পূরণ হয়নি। তাদের দাবিগুলো ত্রিপুরার বর্তমান বিজেপি জোট সরকার অবিলম্বে পূরণ করা দরকার।