মহাজন ব্যবসায়ীর ভোজ্য তেলের গোডাউনে দূরসাহসিক চুরি। রিতিমতো গোডাউনের পাশে গাড়ি দার করিয়ে চুরির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের বারবিশায়। দরজার তালা ভেঙে সংরক্ষণ করে রাখা তেল হাপিস করে দেয় চোরের দল। গোডাউনের মালিক লিটন সাহা জানিয়েছেন শনিবার গভির রাতে গোডাউন ঘেষা পাশের রাস্তায় চার চাকা গাড়ি দার করিয়ে দেওয়াল টপকে নিয়ে গিয়েছে ১৩০ কার্টুন তেল। জানা গিয়েছে গোডাউনের ভেতর আরো অনেক তেল মজুত ছিল, অজ্ঞাত কোন কারণে সেগুলি নিতে পারেনি।

গোডাউন থেকে বের করে আনা তিনটি তেলের কার্টুন বাইরে রেখেই পালিয়ে গিয়েছে চোরেরা। রবিরাব সকালে গোডাউন ঘেঁষা দেওয়ালের ওপারের রাস্তায় গাড়ির চাকার দাগ দেখে এলাকাবাসীরা নিশ্চিত গাড়িতে করেই চুরি করা হয়েছে তেলের কার্টুন। ঘটনার তদন্তে নেমেছে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশের তরফে এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।