আগরতলা পৌর নিগমের অন্তর্গত বেহাল রাস্তাঘাট এবং ড্রেন সংস্কার সহ স্মার্ট মিটার বাতিল দাবিতে সোমবার আগরতলা সিটি সেন্টার স্থিত পৌর নিগম অফিসের সামনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কর্মীরা এক বিক্ষোভ মিছিলে শামিল হয়। তৃণমূল কর্মীদের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দেখে বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান তুলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা বললেন, দিল্লি এবং ত্রিপুরাতে ট্রিপল ইঞ্জিন সরকারের শাসনকালে জনগণের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে।

আগরতলা পৌরনিগম অফিসেও ট্রিপল ইঞ্জিন সরকারের শাসনকালে জনগণের অবস্থা খুবই খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে রয়েছে, পানীয় জলের কোন ধরনের সুবিধা মিলছে না জনগণকে। যার ফলে বাধ্য হয়ে আজ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কর্মীরা আগরতলা পৌর নিগম অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়েছে। তৃণমূল কর্মীদের দেখে বিজেপি কর্মীরা যে হাঙ্গামা তৈরি করেছে ,সেইসব বিজেপি কর্মীদের বাড়িতেও পানীয় জলের ট্যাক্স দিতে হবে, বিদ্যুৎ বিল ডবল দিতে হবে।