ত্রিপুরা জনজাতি ছাত্র-ছাত্রীদের মাতৃভাষা ককবরক ভাষায় রোমান লিপিতে পরীক্ষা দেওয়ার দাবিতে শুক্রবার ত্রিপুরার ৮টি জেলার সাথে ধলাই জেলা গন্ডাছড়া মহকুমা জুড়ে ও অনির্দিষ্টকালের জন্য বনধ ডাক দিলো তিপ্রামথা দলের ছাত্র সংঘটন। শুক্রবার ভোর থেকে গন্ডাছড়া মহকুমার সবকয়টি সড়ক, গন্ডাছড়া রইস্যাবাড়ি , গন্ডাছড়া অমরপুর, গন্ডাছড়া-আমবাসা সড়ক স্তব্ধ করে দিল তিপ্রামথা দলের ছাত্র সংঘটনের কর্মী-সমর্থকরা।

মহকুমার বাজার, অফিস আদালত, সম্পূর্ন স্তব্ধ। আন্দোলনে সামিল হয়েছে আই পি এফ টি দলের কর্মী সমর্থকরাও। তাদের এই আন্দোলনের ফলে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন।