তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর অবশেষে মিলল কিশোরের নি*থর দে*হ। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার মাল থানার চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মৌওয়ামারি এলাকার তিস্তা নদীর চরে স্থানীয়রা একটি মৃ*তদে*হ দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি সনাক্ত করেছেন পরিবারের সদস্যরা।

নিহত কিশোরের নাম তুফান, যে তিন দিন আগে সাঁতার কাটতে গিয়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিল। ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি কেটি লেপচা জানান, দে*হটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিনের ঘটনার পর থেকে মৃ*ত কিশোরের গ্রাম শান্তির মোড় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভেঙে পড়েছেন তুফানের বাবা-মা ও আত্মীয়-পরিজনেরা।