জমির ভুয়ো কাগজ বানিয়ে জোর করে প্রায় সাড়ে ছয় বিঘা জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় শাসক দলের দুই পঞ্চায়েত সদস্যের প্রভাব খাটিয়ে ব্যবসায়ির জমি দখল করেছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি এলাকার গ্রামীণ সড়কের ধারে অধীর কুমার ঘোষের মোট তেরো বিঘা জমি রয়েছে। যার মধ্যে সাড়ে ছয় বিঘা জমি মাফিয়ারা দখল করে নিয়েছে বলে অভিযোগ।

অপর দিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে রাজীব বিশ্বাস বলেন, আমাদের নামে জমি রেকর্ড রয়েছে। কোনও ধরনের কাউকে হুমকি দেওয়া হয় নি। বরঞ্চ ওরা এই জমিটি তাদের বলে দাবি করছে। এদিকে পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির অভিযোগ তৃণমূলের নেতারা এখন চাকরি চুরির টাকা তুলতে পারছে না। তাই সাধারণ মানুষের জমি জায়গা নিয়েই এই ভাবে দাদাগিরি করছে। পাল্টা তৃণমূলের দাবি, অভিযোগ দায়ের হলেই সে অভিযুক্ত প্রমাণিত হয় না। তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। ইংরেজ বাজার থানার পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই লিখিত অভিযোগ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।