জি এস টি সংক্রান্ত বিষয় নিয়ে একটি কর্মশালার আয়োজন মালদা বাণিজ্য ভবনে। বৃহস্পতিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ রণেন্দ্রলাল সরকার, বিদায়ী সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ সুদীপ কুমার মল্লিক, বিদায়ী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ দৈমন্তী ভট্টাচার্য, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের জি এস টি দেওয়ার বিষয় এবং সঠিক সময়ে ট্যাক্স কাটালে দপ্তরের পক্ষ থেকে বিশেষ ছাড় প্রদান, পাশাপাশি সঠিক সময়ে ট্যাক্স না দিলে দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে ব্যবসায়ীর বিরুদ্ধে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায়। পাশাপাশি বিদায়ী এবং নবাগত আধিকারিকদের সম্বর্ধনা প্রদান করা হয় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে।