একসময় বর্ষাকাল মানেই ছিল আতঙ্ক। ত্রিপুরার পাহাড়ে জনজাতি অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়ত ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগ। শিশুর কান্না থেমে যেত অকালে, খালি হতো অনেক মায়ের কোল I ত্রিপুরা খোয়াই জেলা মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত বিলাইহাম, তীর্থমণি, নোনাছড়া ও কাঁকড়াছড়া এ.ডি.সি ভিলেজের গ্রাম গুলোর মানুষজন সেই অভিশপ্ত দিন গুলো’কে আজও ভুলতে পারেননি। তবে বর্তমানে পরিবর্তনের হাওয়া বইছে এখন জনজাতি অধ্যুষিত পাহাড়ি জনপদে। জনস্বাস্থ্যে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের ঐকান্তিক উদ্যোগ ও পরিকল্পিত ব্যবস্থাপনায় তৈরি হয়েছে প্রতিরোধের প্রাচীর।

আর সেই বাস্তব চিত্র নিজে পরিদর্শন করতে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছালেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তিনি খোঁজ নেন ঔষধের মজুত, চিকিৎসা সেবার পরিসর, জরুরি পরিষেবা ও জলবাহিত রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার। তাছাড়া হাসপাতালের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রোগীদের কষ্ট শুনে তাদের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বললেন,একটা সময় ছিল, যখন বর্ষা আসার সঙ্গে সঙ্গে পাহাড়ি জনজাতি অধ্যুষিত গ্রামে শুরু হতো মৃত্যুর করুণ অধ্যায়। চিকিৎসার অভাবে হারিয়ে যেত কত প্রিয় মুখ। এখন তা পরিবর্তন হয়েছে