জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হয়েছে বর্ষা কালীন বিশেষ নজরদারি। বিভিন্ন দল তৈরি করে চলছ দিবারাত্রি নজরদারি। এই সময়ে জঙ্গলে প্রবেশ যেমন নিষেধ, তেমনি বর্ষাকালে জলদাপাড়ার উপর দিয়ে বয়ে চলা হলং নদী, তোর্সা এবং বুড়ি তোর্সার মত নদীগুলিতে জলস্থর বেড়ে যায় I

কোন বন্যপ্রানী খরস্রোতা নদীর জলে বিপদে যেন না পড়ে তার জন্য নদীগুলিতে স্পিড বোট নামিয়ে চলছে নজরদারি। পাশাপাশি চোরা শিকারি আটকাতে মোবাইল টিম এবং ওয়াচ টাউয়ের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।এছাড়াও হাতির পিঠে চড়ে বা ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে জলদাপাড়া জাতীয় উদ্যানে।