জমি রেজিস্ট্রির দাবিতে ৫ দিন ধরে এক যুবকের ধরনা যেন মনে করিয়ে দেয় ‘দামিনী’ সিনেমার সেই দৃশ্য—”তারে হ্যায়!” যেখানে এক নিরীহের ন্যায়ের লড়াই গোটা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। এবার বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়িতে। নিজের কষ্টের টাকা দিয়ে জমি কিনে সেই জমি ৭ মাস ধরে রেজিষ্টি না পেয়ে গত বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার সংলগ্ন এলাকার বিকাশ রায়, জগদীশ রায়ের দোকানে তালা মেরে দোকানের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছিলেন, আর সেই ধর্না পৌঁছালো ৫দিনে। এখনও পর্যন্ত কোন সুরাহা মেলেনি। অসুস্থ শরীর নিয়ে টানা ৫ দিন ধরে নিজের কষ্টের টাকায় কেনা জমি রেজিস্ট্রির দাবিতে ধর্নারত I নিজের অসুস্থ শরীর যদি কোনরকম অঘটন ঘটে তার সম্পূর্ণ দায় জগদীশ রায়কে নিতে হবে বলে সংবাদ মাধ্যমের সামনে বলেন।

সূত্র অনুযায়ী জানা যায় বিকাশ রায় খুবই অসুস্থ তার কিডনি জনিত সমস্যা ছিল এবং বর্তমানে তিনি তার বউয়ের কিডনিতেই বেঁচে আছে, আর সেই শরীর নিয়ে টানা পাঁচ দিন ধর্না দিয়ে চলছে, কিন্তু বিকাশ সহ পাড়া প্রতিবেশীদের অভিযোগ ৫ দিন ধরে ধর্না দিয়েও মসলা বেচা জগদীশ রায় এখনো কোনো আশ্বাস বা বৈঠকে বসেনি I তাই বিকাশের যদি কোন কিছু হয় তার দায়ী সম্পূর্ণ জগদীশ রায়ের উপর পড়বে বলে জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরাও। ঘটনা সূত্রে জানা যায় পানবাড়ি বাজার এলাকার বাসিন্দা বিকাশ রায় ৭ মাস আগে ব্যবসায়ী জগদীশ রায়ের কাছে তিন বিঘা জমি কিনেন ১৭ লক্ষ টাকা দিয়ে এবং রেজিস্ট্রি পরে করে দিবে বলে ঠিক হয়। সাত মাস পর সেই জমি অন্য একজন মালিক বলে দাবি করে বিকাশের কাছে একটি নোটিশ আসে I সেই নোটিশ পেয়ে দিশেহারা হয়ে যায় বিকাশ রায়। এরপর জগদীশ রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য কথা বলেন কিন্তু জগদীশ রায় কোনভাবেই সে জমি রেজিস্ট্রি করে দেয়নি বলে অভিযোগ। ৫ দিন পেরিয়ে গেলেও কোনও সুরাহা হয়নি এখনো। এখন দেখার, প্রশাসন ও সংবাদমাধ্যমের হস্তক্ষেপে আদৌ ন্যায় পান কিনা বিকাশ রায়—এক সত্যিকারের ‘দামিনী’র লড়াকু প্রতীক হয়ে উঠতে চলেছেন কি না।