ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান লিপিতে পরীক্ষা দেওয়ার দাবিতে শুক্রবার সকালে আগরতলা সহ ত্রিপুরার ৮টি জেলায় সড়ক অবরোধের কারণে ICSE BOARD এর মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম নাজেহালের শিকার হয়েছেন। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষার্থীরা আগরতলায় হলিক্রস স্কুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। সময়মতো পরীক্ষা কেন্দ্রে যাবার জন্য ত্রিপুরা পুলিশ ও প্রশাসন কারোর কাছ থেকে সহায়তা পায়নি বহু পরীক্ষার্থী। এর ফলে অনেকে পরীক্ষার্থীই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

রোমান লিপিতে ককবরক ভাষায় পরীক্ষা চালুর দাবিতে ২১ মার্চ তথা শুক্রবার সকাল থেকে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিএসএফ আগরতলা সার্কিট হাুউস এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং এর ফলে গোটা আগরতলা শহরে যানজট তীব্র আকার ধারণ করে। ছাত্র সংগঠনের সাথে অবরোধে নামলেন স্বয়ং তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ।

এদিকে আজ থেকে শুরু ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যাওয়ার পথে টিএসএফ- এর আন্দোলনে মাঝ রাস্তা থেকে ফিরে অন্য সড়ক দিয়ে অধিবেশনে গেলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছাত্রদের আন্দোলনে লামিয়ে দিয়ে পরবর্তী সময়ে ত্রিপুরা বিধানসভায় গিয়ে অধিবেশন দেখলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ।