বনবস্তি এবং চা বাগানের দিকে তেরে আসছে পাহাড়ি খরস্রোতা সংকোশ নদী। কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগান এবং সংকোশ বনবস্তি দিকে মুখ করে এগিয়ে আসছে খরস্রোতা সংকোশ নদী, খরস্রোতা নদী উদ্বেগ বাড়াচ্ছে চা বাগান কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তীর্কি এবং কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস।

তারা জানিয়েছেন বিষয়টি সেচ দপ্তরের আধিকারিক এবং কুমারগ্রামের ভিডিওকে জানাবেন পদক্ষেপ গ্রহণ করার জন্য। নদী ভাঙনের স্থায়ী সমাধান যেন করা হয় তার দাবি ও তোলেন তারা।