শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার বিধান নগরের কাছে জয়ন্তিকা চা-বাগানের সহকারী ম্যানেজার খুনের ঘটনায় গতকালই পুলিশের হাতে গ্রেপ্তার বাগানের শ্রমিক সর্দার এলথ্রিয়াস এক্কা। পুলিশের দাবি, তদন্ত চলাকালীন বৃহস্পতিবার নিজেই আত্মসমর্পণ করে এলথ্রিয়াস এবং স্বীকার করে সে ম্যানেজারকে খুন করেছেন।

সেই সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানাগেছে, ফলে এলথ্রিয়াসের এই স্বীকারোক্তিকে গুরুত্ব দেয়নি পুলিশ। তবে পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হলে সে খুনের জন্য ব্যবহৃত রক্তমাখা অস্ত্রটি পুলিশকে দেখায়। এর পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সে বলে, “টাকা দিয়ে আমাকে খুন করা হতো, তাই তার আগে আমিই ম্যানেজারকে মেরে ফেলেছি।”