প্রতিশ্রুতি মিলেছিল রাস্তা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। দশ বছর ধরে শুধু প্রতিশ্রুতি সার, কিন্তু বেহাল রাস্তার কোনো মেরামতি কিংবা কোন কাজ হয়নি। আর দীর্ঘদিন ধরেই এই বেহাল রাস্তার উপর দিয়ে স্কুল ,কলেজ, হাট -বাজার, রোগী নিয়ে হাসপাতাল থেকে শুরু করে সবাইকে এই বেহাল রাস্তা দিয়েই যেতে হয় ।বাধ্য হয়ে গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে গ্রামের প্রত্যেক বাড়ি থেকে চাঁদা তুলে সকলে মিলে বেহাল রাস্তার মেরামতি করলো শনিবার।
ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগারা ডাঙ্গাপাড়া এলাকায়। আমরা অনেক জায়গায় শুনি রাস্তার দাবিতে অবরোধ, মিছিল হয় কিন্তু এ জায়গায় সম্পূর্ণ বিপরীত কারো প্রতি ভরসা না করে সকলে মিলে একত্রিত হয়ে বেহাল রাস্তার মেরামতি করল চাঁদা তুলে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন থেকেই জাগীরের বাড়ি মোড় হইতে ডাঙ্গাপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল দীর্ঘদিন থেকে, রাস্তার দাবিতে গ্রাম পঞ্চায়েত থেকে ব্লকে অনেকবার আবেদন করেছিল কিন্তু সে আবেদন আজও পূরণ হয়নি, এদিকে বছরের পর বছর রাস্তা খারাপ হতেই থাকে তাই বাধ্য হয়ে শনিবার গ্রামবাসীরা একত্রিত হয়ে চাঁদা তুলে নদী থেকে বালি এনে রাস্তা মেরামতি করে ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ক্ষোভের সাথে জগেন রায় ,জয়ন্তী রায়রা বলেন আমাদের রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল প্রায় কুড়ি বছর থেকে কোন কাজ হয়নি কিন্তু গ্রামের জনপ্রতিনিধিদের বারংবার বলা সত্ত্বেও কোন কাজ হয়নি শুধু মিলে ছিল প্রতিশ্রুতি কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তায় মেরামতি করলাম।
এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন বিষয়টি আমাদের নলেজে আছে ইতিমধ্যে আমরা ওই রাস্তা সহ প্রায় আড়াই কিলোমিটার পথশ্রীর মাধ্যমে করার জন্য একটা প্ল্যান পাঠিয়েছি এবং পরিদর্শনও হয়ে গেছে খুব শিগ্রিই এই রাস্তার কাজের টেন্ডার হবে বলে আমরাও আশাবাদী।