বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পূণ্য মুহূর্তে আগরতলা ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের সকল কার্যকর্তাদের সাথে মঠ চৌমুহনী স্থিত রামকৃষ্ণ আশ্রমে উপস্থিত হয়ে স্বামী অমর্ত্যানন্দ মহারাজ জির কাছ থেকে আশীর্বাদ নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যী বললেন, গুরু-শিষ্য পরম্পরা সনাতন সংস্কৃতির এক মহৎ ও প্রাচীন ঐতিহ্য।

আত্মিক উন্নয়ন, জ্ঞান ও শৃঙ্খলার এই ধারাবাহিক রীতি আমাদের সমাজকে করেছে আলোকিত ও মূল্যবোধসম্পন্ন। মহারাজ জির আধ্যাত্মিক বাণী ও শান্তময় উপস্থিতি আমাদের অন্তরস্পর্শী অভিজ্ঞতা প্রদান করেছে। শত সহস্র প্রণাম সেই সকল গুরুকে, যাঁদের জীবন আমাদের পথের প্রদীপ।