বৃহস্পতি বার অবৈধ গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিল পুলিশ। মাদক বিরোধী অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার পুলিশ ,এইদিন ময়নাগুড়ি থানার অন্তরগত ভোটপট্টি আউটপোস্টের ওসি তেনজিং ভুটিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই বিশেষ অভিযান চালান, প্রচুর গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হয়, জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর গ্রাম পঞ্চায়েতের খগের বাড়ি এলাকায় অভিযানে বিভিন্ন বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছিলো ,

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল সেই খবর ভিত্তিতে বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। গাঁজা গাছ কেটে সেখান থেকে কিছুটা দূরে ধরলা নদীর পাড়ে পুড়িয়ে দেওয়া হয়, এ বিষয়ে ভোটপট্টি আউটপোস্টের ওসি তেনজিং ভুটিয়ার বলেন ,যারা অবৈধভাবে গাঁজা চাষ করছেন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে।