গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করল মালদার মানিকচকের ডোমাট এলাকায়। বিগত কয়েক দিন ধরে ভাঙন চলছে গঙ্গায়, গত কয়েক দিন ধরেই মালদায় জেলায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায়।

যার জেরে গত কয়েক দিন ধরেই মালদার মানিকচকে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে। আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন। ভাঙন চলছে মানিকচকের জোতপাট্টা,রামনগর,ডোমাট পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুরে। যা নিয়ে ভাঙন আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন এলাকার বাসীন্দারা।