অবৈধভাবে রায়ডাক ২নম্বর নদীতে খনন,গ্রাম বাসীদের অভিযোগ রাতের অন্ধকারে চলছে বালি পাথর পাচার । জানা গিয়েছে, এই কারবার চলছে কয়েক মাস ধরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারি এলাকায়। এই অবৈধ কারবারে রায়ডাক ২ নম্বর নদীর গতিপথ বদলে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাধিক জায়গায় নদী ভাঙ্গন দেখা যাচ্ছে এতে বর্ষায় চরম সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই একাধিক পরিবার এই নদীর কবলে পরে বাড়ি ছাড়া হয়েছেন ভাঙ্গন রুখতে প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন গ্রামবাসী কিন্তু সুরাহা মেলেনি।

এই অবৈধ কারবার এবং নদী ভাঙ্গন রুখতে গ্রামবাসী একজোট হয়ে নদী থেকে ডাম্পার চলাচলের রাস্তা বন্ধ করে দেন এবং প্রতিবাদ জানান। গ্রামবাসীর দাবী অবিলম্বে বাঁধ নির্মাণ করা হোক। না হলে নদী থেকে বালি পাথর বোঝাই ডাম্পার যেতে দেবে না। গ্রামবাসীদের প্রতিবাদে জেসিবি এবং ডাম্পার সরিয়ে নেয় মাফিয়ারা । মঙ্গলবার ও বুধবার রায়ডাক ২নম্বর নদীতে গিয়ে দুইদিন প্রতিবাদ জানায় গ্রামবাসীরা। তাঁদের দাবী অবিলম্বে বাঁধ নির্মাণ করা হোক ।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কুমারগার ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় জানান, অবৈধ নদী খনন যদি হয়ে থাকে বিএলআরও আছে ডিএম আছে আধিকারিক আছে তাদের সঙ্গে যোগাযোগ করুক , তারাই তার উত্তর দিতে পারবে। আর নদী বাঁধ তৈরীর বিষয়টা সব জায়গাতেই হচ্ছে ধীরে ধীরে হচ্ছে একবারে সব জায়গায় নদী বাঁধ তৈরি করা তো যাবে না।