কন্টেইনারে বোঝাই করে বিহার থেকে আসামে পাচার করা হচ্ছিল মহিষ। কোচবিহার জেলার বক্সিহাট থানার এম ভি চেকপোষ্ট নাজিরান দেউতিখাতা এলাকায় ধর্মকাটায় কন্টেইনারের ওজন মাপার সময় সিভিক ভলান্টিয়ারের সন্দেহ হয় ।

তল্লাশি চালাতেই অবৈধভাবে মোষ পাচারের ঘটনা সামনে আসে । বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতরা হলেন কন্টেইনারে চালক এবং সহচালক । বৃহস্পতিবার সকালে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে ৩২ টি মহিষ উদ্ধার করেছে।