বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

এবার ৫ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার কুখ্যাত গাঁজা পাচারকারী লিটন দাস!

গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর থানার পুলিশ ৫ লক্ষ টাকার গাঁজা সহ এক কুখ্যাত গাঁজা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন কৈলাসহর মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ আরও অন্যান্য পুলিশ অফিসাররা। এই অভিযান সম্পর্কে কৈলাসহর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানান যে, গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর সিংগিরবিল এলাকায় গাঁজা সহ গাঁজা পাচারকারীকে আটক করার জন্য পুলিশ যখন উৎ পেতে বসেছিল,

কিছুক্ষণ পর ফটিকরায় এলাকা থেকে TR01C3470 নম্বরের পুরোনো একটি গাড়ি কৈলাসহরের দিকে আসার সময় পুলিশ প্রথমে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশী করলে কিছু না পেলেও পরবর্তী সময় পুলিশ গাড়িটির বিভিন্ন অংশ খুলতেই ৬৮ প্যাকেট ভর্তি গাঁজা উদ্ধার হয়। গাঁজা উদ্ধার হতেই পুলিশ ধৃত গাড়ির চালক লিটন দাসকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে, সেইসাথে পুলিশ উদ্ধারকৃত গাঁজা এবং গাড়িটি বাজেয়াপ্ত করে কৈলাসহর থানার হেফাজতে নিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজার মূল্য ৫ লক্ষ টাকা হবে। ধৃত গাড়ি চালক লিটন দাসের বাড়ি আগরতলা ভট্রপুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় যে, গাড়ি চালক লিটন দাসই গাড়ির মালিক। লিটন দাস গাড়ি চালিয়ে গাঁজাগুলো পাচারের জন্য অসমের শিলচর নেবার কথা ছিলো। ধৃত গাঁজা পাচারকারী লিটন দাস দীর্ঘদিন ধরেই এই গাঁজা পাচারের সাথে জড়িত। ধৃত গাঁজা পাচারকারী লিটন দাসকে সোমবার পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর আদালতে প্রেরণ করবে বলে পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানিয়েছেন।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top