আসরপাড়া ক্লাবের দূর্গা পুজাকে ঘিরে কোচবিহার জেলার জোড়াই এলাকায় শুরু হয়েছে জোড় প্রস্তুতি। এবার ৪৮ তম বর্ষ দুর্গাপুজাকে ঘিরে আগষ্ট মাস থেকেই শুরু হয়েছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন, চলতি ইংরেজী মাসের তিন তারিখে সম্পন্ন হয়েছে অডিশন। নাচ গান আবৃতি অঙ্কন নিয়ে মোট বারোটি বিভাগে ১০৫ জন প্রতিযোগি-প্রতিযোগিনী অডিশনে অংশ গ্রহন করেছিল। বাছাই পর্বের পর ৫৯ জন প্রতিযোগি- প্রতিযোগিনী মূল মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছে। চতুর্থী এবং পঞ্চমির দিন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে পুজো মন্ডপের পাশে মুক্ত মঞ্চে।

থাকছে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। বেল ষষ্টী থেকে শুরুহবে বাইরের শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই পুজো মন্ডপের পাশাপাশি মুক্ত মঞ্চ গড়ার কাজ শুরু হয়েছে। তবে রুপালি মুক্তমঞ্চ,কাল্পনিক মন্ডপ থাকলেও প্রতিমা স্বজ্জায় থাকছে সাবিকিয়ানার ছোঁয়া। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবছরে তাদের পুজোর বাজেট ৩ লক্ষ ৭০ হাজার টাকা। তবে এবারের পুজোর দায়িত্ব নিতে সামনে এসেছে এলাকার মহিলারা। গঠিত হয়েছে ২১ জন মহিলা এবং মেয়েদের নিয়ে পুজো কমিটি।