ধূপগুড়িতে এক সাথে তিনটি মোটরবাইক দুর্ঘটনা। আহত হয়েছে ৭ বছরের শিশু সহ ৫ জন।ধূপগুড়ি মহকুমার ভোট পাড়া বাজার সংলগ্ন বটতলা এলাকায় শুক্রবার রাতে একই সময়ে ৩ টি মোটরবাইকের সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় ৭ বছরের এক শিশু সহ পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ২টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা আরেকটি মোটরবাইক দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে গুরুতর আহত হন শ্যামল সরকার (২৭), মহিবুল মিয়া (৩৫) ও ফিরোজ আলম (৭)। আহতদের মধ্যে ফিরোজ আলম ও মহিবুল মিয়া বাবা-ছেলে।

বিকট শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তারাই প্রথমে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিন জনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত তিনটি মোটরবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্য দিকে, পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় আহত হন আরও দুই জন। মহাকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।