আগরতলা নেতাজী চৌমুহনি এলাকায় মন্টু গুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে ছোটবেলা থেকে থেকেছিল এক বৃদ্ধা। সে বৃদ্ধা নেতাজী চৌমুহনি এলাকায় এসে প্রায় সময়ই মানুষজনের কাছ থেকে ভিক্ষে চাইত। বৃদ্ধার স্বামী,ছেলে-মেয়ে কেউই নেই। বর্তমানে শেষ বয়সে সেই বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল মন্টু গুপ্তের পরিবারের লোকজনরা। এখন সেই বৃদ্ধার ঠাই হয়েছে আগরতলা নেতাজী চৌমুহনী এলাকার রাস্তার ধারে।

মঙ্গলবার বৃদ্ধার এই করুন দৃশ্য দেখে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি খবর পাঠায় আগরতলা পশ্চিম থানার পুলিশকে। খবর পেয়ে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ সেই অভাগিনী বৃদ্ধার কাছে ছুটে এসে তার পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু, বৃদ্ধা উনার নাম বলতে পারছেন না। দু’চোখ দিয়ে জল ফেলতে ফেলতে অভাগিনী বৃদ্ধা বলতে থাকেন আমি বৃদ্ধাশ্রমে যাবো। আমাকে আপনারা বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিন। মন্টু গুপ্তের পরিবারের লোকজনরা আমার উপর অনেক নির্যাতন করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা প্রশাসন এবং সরকারের নিকট অভাগিনী বৃদ্ধার করুন আবেদন উনি যেন শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে থেকে শান্তিতে মরতে পারেন।