ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাশহর ইরানি থানার অধীন পূর্ব ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম ২০২০ সালে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের জয়দুল হকের সাথে বিবাহে আবদ্ধ হয়েছিল। জয়দুল হক গুয়াহাটিতে সার্কাসের ম্যানেজার হিসাবে কাজ করছে। বর্তমানে গৃহবধূ আকলিমা বেগমের একটি মেয়ে সন্তান রয়েছে, যার বয়স পাঁচ বছরের উপরে।

আকলিমা জানান বিয়ের পর থেকে অভিযুক্ত স্বামী জয়দুল হক তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। পরবর্তী সময় স্বামীর অত্যাচার আর সহ্য করতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় নেয় অকলিমা । অভিযুক্ত স্বামী জয়দুল হক, আকলিমাকে বিয়ের আগেও আরও একটি বিয়ে করেছে বলে জানাগিয়েছে। বতর্মানে বাবার বাড়িতে আকলিমা বেগম থাকাকালীন এই সুযোগে কম বয়সের আরো একটি মেয়েকে বিয়ে করেছে অভিযুক্ত স্বামী জয়দুল হক। ন্যায্য বিচারের দাবিতে লিখিত আকারে অভিযুক্ত স্বামী জয়দুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কৈলাসহর মহিলা থানায় মামলা করেছেন আকলিমা।