আগামী ২১ শে জুলাই কোলকাতা ধর্ম তলায় তৃণমূলের শহীদ দিবস। সেই শহীদ দিবস উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ যৌথভাবে একটি বাইক রেলির কর্মসূচি অনুষ্ঠিত করে। এদিন বীরপাড়া রবিকান্ত হাই স্কুলের সামনে থেকে ওই বাইক রেলি শুরু হয়ে আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট পর্যন্ত যায়।

ওই রেলিতে বাইক চালিয়ে অংশগ্রহণ করে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বাড়াইক। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ওই রেলি থেকে এন আর সির বিরুদ্ধে আওয়াজ তোলে ছাত্র যুবরা।