১২ই মার্চ ২০২৫ জ্যোতি প্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ । আইনত ভাবে গ্রেপ্তার হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কোর্টে পেশ করতে হবে। কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ ১৭ তারিখ তাকে পেশ করে। আনার পর চার্জশিট লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যার কারণে তাকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ। ১৭ তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাছে পেস করা হয় এবং তারপর মামলাটিকে স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে। রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ। অবশেষে রাত তিনটের সময় এসিজিএম বারাসাত বিচারপতি এই মামলায় অভিযুক্তকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন। এই বিষয় নিয়ে বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসাত কোর্ট এসিজিএম সাহেবকে থেকে এই মামলার শুনানি করতে হয়। অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফেলতির কারণে এই মামলার রায়দান পেতে মধ্যরাত্তির হলো।