ভার্চুয়াল ভাবে ১৪ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ৫টি প্রকল্পের শিলান্যাস হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ১৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং আরও ৫ টি প্রকল্পের শিলান্যস হয়।

এর মধ্যে রয়েছে ১০০ আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ডায়েটের জন্য ৫০ আসন বিশিষ্ট হোস্টেল, যার উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, সচিব তাপস রায়, ডিরেক্টর তপন কুমার দাস সহ অন্যান্যরা।