দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার কাফ সিরাপ। মঙ্গলবার শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা স্টেশনে আসার পর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। আর পি এফ এবং জি আর পি এফ এর যৌথ অভিযানে দিনহাটা স্টেশন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ। ৯০০৯টি বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকার বেশি। আর পি এফ এবং জি আর পি এফ এর সূত্রে জানা গিয়েছে শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা রেলস্টেশনে পৌঁছালে সেখানকার পার্সেল ভ্যান থেকে নামানো হয় ১৫ টি বস্তা।

বস্তাগুলি মেডিসিন বলে বুকিং করা ছিল। পরবর্তীতে রেল স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় তারা সেই বস্তা গুলিকে খুলে দেখে তার ভিতরে রয়েছে অবৈধ কফ সিরাপ। আর তারপরেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়। আর পি এফ সূত্রে জানা গিয়েছে মোট ১৫ টি বস্তায় ত্রিশ কার্টুন কফ সিরাপ ছিল। যার প্রত্যেকটি কার্টুনে ৩০০ টি করে বোতল ছিল। সর্বমোট ৯০০ লিটার কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে জি আর পিএফ। রেল পুলিশের কোচবিহারের আইসি মন্টু বর্মন বলেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এর সাথে যুক্ত তাদের খোঁজ চলছে।