শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড়সড় সাফল্য। পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় দুই কেজি ব্রাউন সুগার। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। সেখানে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কেজি ৯২৬ গ্রাম ব্রাউন সুগার।

আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা বলে অনুমান। ধৃত যুবকের নাম রফিকুল শেখ, মালদার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মালদা থেকে গাড়ি করে মাদক শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।