কাঠ পাচারের সময় আটক ভুটভুটি। উদ্ধার ৬০ ঘনফুট সেগুন কাঠ। জানা গিয়েছে রবিবার বিকেলে আসাম থেকে এরাজ্যে পাচার করা হচ্ছিল দুটি ভুটভুটিতে ভর্তিকরে সেগুন কাট। সে সময় ভল্কা রেঞ্জের বনকর্মীরা ২৭ নং জাতীয় সড়কে কমল গুহ বিপণন কেন্দ্রের সামনে ভুটভুটি দুটিকে আটক করে, তারপর ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে আসে। প্রাথমিক পর্যায়ে ভটভুটি চালকরা জানান সেগুন কাঠ পরিবহনের বৈধ কাগজ রয়েছে।

ভল্কা রেঞ্জের তরফে কাগজ গুলি পরীক্ষা করার পর সোমবার দুটি ভুটভুটি সহ আনুমানিক ৬০ ঘনফুট সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছে বন দপ্তর। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। ভল্কা রেঞ্জ সূত্র জানা গিয়েছে সেগুন কাঠগুলি প্রথমে মিজোরাম থেকে আসামে আনা হয়েছে তারপর আসাম থেকে পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছিল ৷ গোপন সূত্রের অভিযানে কাঠগুলি উদ্ধার করা হয়েছে।