মাঝের ডাবরী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। শিবিরে উঠে এলো এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবি, পানীয় জলের জলের সমস্যা, এছাড়াও অভিযোগ বাক্সে জমা পড়েছে বাংলার বাড়ি থেকে বঞ্চিতদের অভিযোগ। তবে প্রশাসনের তরফেও আশ্বাস মিলেছে সমস্যা সমাধানের। এদিন এলাকার তিনটি বুথ নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। নিজেদের সমস্যা এবং দাবি নিয়ে শিবির ভির করতে দেখা গিয়েছে এলাকার সাধারণ মানুষদের।

কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা উপস্থিত ছিলেন এদিনের শিবিরে। উপস্থিত ছিলেন ভল্কা বারবিশা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যারা।