গত মাসের এক তারিখ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প। মূলত এই ক্যাম্পে প্রতিটি বুথের মানুষেরা তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন সরকার এবং জনপ্রতিনিধিদের কাছে।
সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাদ্বীপ সুরেশচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয় দুয়ারে সরকার ক্যাম্প এবং আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এসডিও ডক্টর মধুসূদন মন্ডল, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর থানার ওসি অর্পণ নায়েক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রসহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।