আবারও রাজনগর থানার পুলিশের বিশেষ সাফল্য৷ চুরি যাওয়া বাইক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ বাইক চুরির ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শ্রীমন্ত মাল, বাড়ি রাজনগর থানার শঙ্করপুর গ্রামে৷ ধৃতকে আজ রবিবার সিউড়ি আদালতে ফরওয়ার্ড করা হয়৷ চুরির খবর পাওয়া মাত্রই বিশেষ তৎপরতা দেখায় পুলিশ৷ রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নেতৃত্বে ও নির্দেশে থানার এ এস আই মহম্মদ গিয়াসউদ্দিন, ভিলেজপুলিশ দেবাশীষ ওঝা দেবু বিশেষ দক্ষতা দেখান৷

বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়৷ অবশেষে তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ও চুরি যাওয়া বাইকটি উদ্ধা করে৷ জানা গিয়েছে, রাজনগর থানার খুরিগড়ের বাসিন্দা পরিতোষ সাহা পেশায় ব্যবসায়ী৷ আলিগড়ে তাঁর জুতোর দোকান রয়েছে৷ তিনি রাজনগর বড়বাজারে বাইক নিয়ে ব্যবসার মাল কিনতে এসেছিলেন৷ সেখান থেকে তাঁর বাইকটি চুরি হয়ে যায়৷ বিষয়টি তিনি থানায় জানান৷ দ্রুত পুলিশ তদন্ত শুরু করে৷ পুলিশের এই সাফল্যের জন্য রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা ম্যাডামকে, আই ও মহম্মদ গিয়াসউদ্দিনকে এবং ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝাকে অনেকে ধন্যবাদ জানান৷