ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হলো একটি ঘর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর সংলগ্ন পাহাড়পুর এলাকায়, জানা গেছে, সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা দেখতে পায় স্থানীয়রা এরপর ছুটে এসে আগুন নেভানোর জন্য স্থানীয় বাসিন্দারা, ঘটনাস্থল থেকে এই খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ও দমকল কেন্দ্রে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে,

রাস্তা খারাপ থাকায় সময়মতো পৌঁছতে পারেনি দমকল, এর ফলে ঘরে থাকা সমস্ত পুড়ে ছাই হয়ে যায় । খবর পাওয়া মাত্রই ছুটে যায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সেই মহিলার পাশে থাকার আশ্বাস দেন ও তার শোয়ার জন্য একটি ঘর তৈরি করে দিবেন বলে আশ্বাস দেন পাশাপাশি ময়রাগুড়ি বিডিও সঙ্গে কথা বলে খাবারের ব্যবস্থা ও যাবতীয় কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দেন ।