শিশু চিকিৎসায় নজির সৃষ্টি করে চলেছে আগরতলা হাঁপানিয়া ডঃ বি. আর. আম্বেদকর হাসপাতাল ও ত্রিপুরা মেডিক্যাল কলেজ। জটিল শিশুদের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এখন ত্রিপুরা মেডিকেল কলেজে সাফল্যের সঙ্গে করছেন ডঃ অনিরুদ্ধ বসাক এবং উনার টিম। বেশ কিছুদিন পূর্বে দু’দিনের একটি শিশুর জটিল অপারেশনের পর বর্তমানে শিশুটি সুস্থ থাকায় সাংবাদিকদের সে ব্যাপারে অবহিত করেন ডাক্তার অনিরুদ্ধ বসাক।

তিনি জানান, গত ২৯ শে জানুয়ারি ত্রিপুরা ডুম্বুরের বাসিন্দা রিমা চাকমা একটি পুত্র সন্তানের জন্ম দেয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। শিশুটি জন্মের পর দেখা যায় পেটের সব নাড়িভুঁড়ি পেটের বাইরে বের করা। সঙ্গে সঙ্গে শিশুটিকে প্রেরণ করা হয় কুলাই হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা শিশুটিকে প্রেরণ করে দেয় ত্রিপুরা মেডিক্যাল কলেজে। এরপর ত্রিপুরা মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাক শিশুটিকে দেখে শিশুটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। দু’দিন বয়স শিশুটির সফল অস্ত্রোপচারের পর শিশুটি এখন বর্তমানে সুস্থ আছে বলে জানান শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাক।