বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারের শাসনকালে অবৈধভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে বাংলাদেশীদের প্রবেশ দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু, ত্রিপুরার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারির পর ও কিভাবে অবৈধভাবে বাংলাদেশীরা ভারতে প্রবেশ করছে তা নিয়ে বিএসএফ জওয়ানদের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন? আবারো গোপন খবরের ভিত্তিতে ১ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে।

ধৃত বাংলাদেশী অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এবং তার উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার। আগরতলা জি আর পি, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করেছে। রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশী স্বীকার করেছে সে দিল্লী যাবে। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলার জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। ধৃত বাংলাদেশীর বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত বাংলাদেশীর নাম – বিপ্লব দাস, (২৪)
সুনামগঞ্জ, বাংলাদেশ।