২২ শে মার্চ আগরতলায় সিপিআইএম দলের উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। আচমকায় শাসক দল বিজেপি দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায় সিপিআইএম দলের সেই জনসভায় অভিযোগ সিপিআইএম দলের নেতা-কর্মীদের। সেই আক্রমণে সিপিআইএম দলের জেলা সম্পাদক রতন দাস সহ বেশ কয়েকজন সিপিআইএম কর্মী-সমর্থকরা আক্রান্ত হন, তারই প্রতিবাদে আজ উত্তর জেলা ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর জেলাশাসক অফিসের সম্মুখে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা অমিতাভ দত্ত জানান যে , আগরতলায় তাদের সিপিআইএম পার্টির কর্মী-সমর্থকদের উপর যারা আক্রমণ করেছে সেই অপরাধীদের চিহ্নিত করে পুলিশ যেন অতি দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে, এবং সংবিধান বাঁচানোর দাবিতে ও ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে তিনি জানিয়েছেন । পাশাপাশি তিনি আরো অভিযোগ করে বলেন, আগরতলায় সিপিআইএম কর্মীদের উপর আক্রমণের ঘটনাটি পুলিশের সামনে হয়েছে, কিন্তু, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে আইনের শাসন নেই, সাধারণ মানুষ নিরুপায়, মানুষের ভোট হরণ করা হয়েছে, তাই সিপিআইএম দলের নেতা-কর্মীরা রাস্তায় নেমেছেন মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে বলে জানান সিপিআইএম নেতা অমিতাভ দত্ত ।