গোপন খবরের ভিত্তিতে আগরতলায় জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে ১ জন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, এবং তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট
২.০৫৫ কেজি শুকনো গাঁজা , যেগুলি তার ১টি কাঁদের ব্যাগের মধ্যে রাখা ছিল । গাঁজাগুলি ধৃত নেশা পাচারকারী আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে পাচারের জন্য অসম নিয়ে যেতে চেয়েছিল।

ধৃত নেশা পাচারকারীর বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ড নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই গাঁজা পাচারে তার সাথে আর কে কে জড়িত রয়েছে। এই মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। এই গাঁজাগুলি অসমে প্রায়
৪০ হাজার টাকা বিক্রি হতে পারে বলে ধৃত নেশা পাচারকারী আগরতলা জিআরপি থানার পুলিশকে জানিয়েছে। ধৃত নেশা পাচারকারীর নাম – বিশাল নট্ট দাস, (২৩)
বাড়ি-ত্রিপুরা গোমতী জেলা কাঁকড়াবন থানার অধীন সুরেন্দ্র নগর গ্রামে।